ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ ফখরুল, সিনিয়ররা উদ্ধার তৎপরতায়


৩০ অক্টোবর ২০১৮ ০১:০০

ফাইল ফটো

দলীয় কার্যালয়ে কর্মীদের দ্বারা ঘেরাও হলেন বিএনপি মহাসচিব। আন্দোলন কর্মসূচি দাবি করে তাকে আটক রেখে শ্লোগান দেওয়া হলো। দলের অন্যান্য সিনিয়র নেতারা তাঁকে উদ্ধার করলেন। তবে বিএনপি মহাসচিব বিক্ষুব্ধ কর্মীদের অঙ্গীকার করলেন, ‘দশদিনের মধ্যে সরকারের বিরুদ্ধে চূড়ান্ত কর্মসূচি দেওয়া হবে।

আজ দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে।

রায় ঘোষণার পরপরই দুপুর একটার দিকে বিএনপি মহাসচিব দলীয় কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় নেতা কর্মীরা তাঁকে ঘিরে ধরেন। তারা বলেন, ‘ম্যাডাম নয় মাস জেলে, আর আপনি ড. কামালের চামচামি করছেন।’ একজন বলেন,কর্মসূচি দেন।’

অন্য একজন বলেছেন, ‘সরকারের দালালি করছেন কেন? বেগম জিয়াকে জেলে রেখে আপনি নেতা হবেন? আমরা বেঁচে থাকতে তা হতে দেবো না।’ এর মধ্যে শ্লোগান ওঠে ‘বেগম জিয়ার মুক্তির পথ, রাজপথ রাজপথ।’ এসময় মির্জা ফখরুল কিছু বলতে চাইলে তাঁকে দুয়ো দেওয়া হয়। ‘দালাল’ দালাল বলে শ্লোগান ওঠে। দ্রুত গয়েশ্বর চন্দ্র রায় এবং খায়রুল কবির খোকন এসে তাঁকে উদ্ধার করেন।

কিন্তু কর্মীরা বলেন, ‘কর্মসূচি কবে দেবেন।’ বিএনপি মহাসচিব কর্মীদের বলেন, ‘আগামী ১০ দিনের মধ্যে কর্মসূচি দেখবেন। এমন কর্মসূচি দেবো, যে সরকার টিকতে পারবে না।’ এরপর মির্জা ফখরুল প্রেস কনফারেন্স করলেন।