ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


‘নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে’


২৭ অক্টোবর ২০১৮ ২০:৩৫

ছবি ফাইল ফটো

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘নির্বাচন নিয়ে যে সংশয় ছিল তা এখন নেই। যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছিল তারা ব্যর্থ হয়েছে। এখন মাঠে শুধু আওয়ামী লীগ, জাতীয় পার্টি আর বিএনপি।’

শনিবার রাজধানীর বনানীতে ডিজিটাল পদ্ধতিতে দলের নির্বাচনী প্রচারণার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘এক সময় আমার হাত-পা বাঁধা ছিল। এখনও বাধা। তারপরও এগিয়ে যাচ্ছি। হাত-পা বাধা থাকলেও সংশয় নেই। বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে আওয়ামী লীগের সঙ্গে থেকে জোটগতভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি। আর যদি বিএনপি না আসে তাহলে ৩০০ আসনে দলীয় প্রার্থী দেওয়া হবে।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত। এবারে নির্বাচনী প্রচারণার স্লোগান পল্লী বন্ধুর হাত ধরে দেশ শাসনে আরেকবার। এ স্লোগানের মধ্য দিয়ে আমার নির্বাচনী প্রচারণা চলবে। নির্বাচনী প্রচারণায় জাতীয় পার্টির নয় বছরের শাসনামলের কর্মকাণ্ড তুলে ধরা হবে।’

দলের ডিজিটাল প্রচারণার বিষয়ে তিনি বলেন, ‘প্রতিদিন সাড়ে চার কোটি মানুষের কাছে প্রতিদিন জাতীয় পার্টির কর্মকাণ্ড তুলে ধরা হবে। গুগলে একটি প্লাটফর্ম থাকবে যেখানে ক্লিক করলে জাতীয় পার্টির উন্নয়নের চিত্র ভেসে আসবে।’

এ সময় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতি, সুনীল শুভ রায় উপস্থিত ছিলেন।

আরকেএইচ