ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


ঐক্যফ্রন্টের নেতারা চট্টগ্রামে


২৭ অক্টোবর ২০১৮ ১৮:৪৩

ছবি ফাইল ফটো

সমাবেশে যোগ দিতে বন্দরনগরী চট্টগ্রাম পৌঁছেছেন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা। শনিবার সকালে ঐক্যফ্রন্টের নেতারা চট্টগ্রামে পৌঁছে হজরত শাহ আমানত (রহ.) এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তারা এখন হোটেলে অবস্থান করছেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন জানান, সকালে ঢাকা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যসহ ঊর্ধ্বতন নেতারা চট্টগ্রামে এসে পৌঁছেছেন। এছাড়াও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারাও চট্টগ্রাম এসেছেন।

বিকেল ৩টায় নগরীর নুর আহমেদ সড়কের নগর বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু হবে। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা এ সমাবেশে উপস্থিত থাকবেন।

২৫টি শর্ত দিয়ে লালদীঘি ময়দানের পরিবর্তে নগরীর নুর আহমেদ সড়কের নাসিমন ভবনের সামনে জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।

নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার আবদুল ওয়ারিশ বলেন, ‘২৫টি শর্তে ঐক্যফ্রন্টকে নাসিমন ভবনের সামনে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। শর্তগুলো মেনে বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে সমাবেশ শেষ করবেন বলে নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন।’

নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী বলেন, ২১ অক্টোবর লালদীঘি ময়দানে সমাবেশ করার জন্য প্রশাসনের কাছে অনুমতির জন্য আবেদন করা হয়। শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশের পক্ষ থেকে আমাদের ফোন করে বলা হয়েছে, লালদীঘি ময়দান নয়, নাসিমন ভবন আমাদের পার্টি অফিসের সামনে সমাবেশ করা যাবে। অনুমতি পাওয়ার পরপরই আমরা সমাবেশ সফল করার প্রস্তুতি শুরু করি।


আরকেএইচ