ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি পেয়েছে ঐক্যফ্রন্ট


২৬ অক্টোবর ২০১৮ ১৯:৫৯

ছবি ফাইল ফটো

শর্তসাপেক্ষে চট্টগ্রামে সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ঐক্যফ্রন্টকে লালদীঘি ময়দান ব্যবহারের পরিবর্তে মহানগর বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেয়। সমাবেশের অনুমতির বিষয়টি নগর পুলিশের পক্ষ থেকে নগর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু সুফিয়ানকে মৌখিকভাবে জানানো হয়েছে।

আগামীকাল শনিবার ঐক্যফ্রন্ট চট্টগ্রামের কাজীর দেউড়িতে অবস্থিত বিএনপির মহানগর কার্যালয়ের সামনে এই সমাবেশ করবে। এক সপ্তাহ আগে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবুর রহমান জানিয়েছেন, শর্তসাপেক্ষে জাতীয় ঐক্যফ্রন্টকে বিএনপির কার্যালয় নাসিমন ভবন সংলগ্ন সড়কের এক পাশ পর্যন্ত ব্যবহার করে জনসভা করার অনুমতি দেওয়া হয়েছে। ঐক্যফ্রন্টকে সমাবেশ বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে।

যে সব শর্তে ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে সেগুলো হচ্ছে, রাষ্ট্রবিরোধী কোনো ধরনের বক্তব্য বা বিবৃতি না দেয়া, ধর্মীয় অনুভূতি বা মূল্যবোধের উপর আঘাত হানে এ ধরনের কোনো বক্তব্য বা বিবৃতি প্রদান না করা, ফেস্টুন, প্ল্যাকার্ড প্রদর্শন না করা, ৫টার পর সমাবেশ না করা ইত্যাদি।  এসব শর্ত ভঙ্গ করলে যে কোন সময় অনুমতি বাতিল করা হবে বলে জানিয়েছে নগর পুলিশ।

গত বুধবার সিলেটে সমাবেশ করে ঐক্যফ্রন্ট। বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য ও জাসদ-(জেএসডি) নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়।

উল্লেখ্য, বিভাগীয় শহরে জনসভার অনুষ্ঠানের মধ্য দিয়ে নিরপেক্ষ সরকারের দাবি ও খালেদা জিয়ার মুক্তিসহ সাত দফার আন্দোলনকে বেগবান করতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট।

আরকেএইচ