ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


‘প্রমাণ দিল বিএনপি কতটা দেউলিয়া’


২৬ অক্টোবর ২০১৮ ১৯:২১

ছবি ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয় যাওয়ায় সংস্কারপন্থীদের দলে ফেরাচ্ছে। এর মাধ্যমেই প্রমাণ দেয় বিএনপি কতটা দেউলিয়া। শুক্রবার রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে 'মেট্রোরেল প্রকল্প' পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তিসহ জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের সব দাবি অযৌক্তিক। তাই সাত দফার এক দফাও মানা হবে না। তাই নিরপেক্ষ সরকারের দাবি উঠতে পারে না। নির্বাচনের সময় সরকার তার এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে। বিশ্বের অন্য দেশে যেভাবে থাকে আমাদের দেশেও একইভাবে সরকার থাকবে।

মেট্রোরেল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল এখন দৃশ্যমান। এটা প্রধানমন্ত্রীর মেগা প্রকল্প। ২০১৯ সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম ফেজের কাজ শেষ হবে। দ্বিতীয় ফেজ আগারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০২০ সালের ডিসেম্বরে শেষ হবে। এতে প্রতিদিন পাঁচ লাখ মানুষ যাতায়াত করতে পারবে।

আরকেএইচ