ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


বিএনপি নিষিদ্ধের দাবিতে যুবলীগের কর্মসূচি চতুর্থ দিনে


২৫ অক্টোবর ২০১৮ ০৪:০৯

বিএনপিকে নিষিদ্ধের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ চতুর্থ দিনের মতো পথসভা, লিফলেট বিতরণ ও মিছিল করেছে সংগঠনটি।

বুধবার ৭১ নং ওয়ার্ডে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের নির্দেশনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং প্রধান বক্তা হিসেবে প্রচার ও প্রকাশনা সম্পাদক আরমান হক বাবু বক্তব্য রাখেন।

প্রধান বক্তার বক্তব্যে আরমান হক বাবু বলেন,‘সংবিধানের ৩৮ নং অনুচ্ছেদের ‘গ’ ধারা অনুযায়ী সন্ত্রাসের সাথে জড়িত কোন সংগঠনের এই দেশে রাজনীতি করার অধিকার নেই। তারা আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী হিসেবে স্বীকৃত। তাই বাংলাদেশে বিএনপিকে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি’।

হাজী বিপ্লবের সভাপতিত্বে এবং সৈয়দ আহম্মেদের পরিচালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম খাঁ।

একই কর্মসূচি পালিত হয়েছে মহানগর দক্ষিণ যুবলীগের আওতাভুক্ত ৫৫, ৫৬, ৫৭ ওয়ার্ডে। এই কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আনোয়ার ইকবাল সান্টু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাজমুল হোসেন টুটুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাফর আহম্মেদ রানা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সৈয়দ মারসিদ শুভ, উপ-প্রচার সম্পাদক সুজউদ্দিন হারুন, সহ-সম্পাদক মোল্লা জাহাঙ্গীর, জান্নাতুল রায়হানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।