ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে চাচ্ছেন ‘তিনি’


২৫ অক্টোবর ২০১৮ ০১:২৫

ফাইল ফটো

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান আটক ব্যারিস্টার মইনুল হোসেনের স্ত্রী সাজু হোসেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য তিনি বেশ কয়েকজনকে টেলিফোনও করেছেন।

সাজু হোসেন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এবং দুজনের মধ্যে দীর্ঘদিনের পুরনো পারিবারিক সম্পর্ক রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে প্রচন্ড ব্যস্ত। এখন পর্যন্ত সাজু হোসেনকে প্রধানমন্ত্রী কোন সময় দিতে পারেননি।

সংশ্লিষ্ঠ একাধিক সূত্র বলছে, গতকাল এবং আজ ব্যারিস্টার মইনুল হোসেন পত্নী প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একাধিক ব্যাক্তির সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে একটা এপয়েন্টমেন্ট করে দেয়ার অনুরোধ করেন। মইনুল পত্নী জানান যে, ব্যারিস্টার মইনুল শারিরীকভাবে অসুস্থ। এভাবে থাকলে তাঁর (ব্যরিস্টার মইনুলের) স্বাস্থের মারাত্মক সমস্যা দেখা দিতে পারে।

তবে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা এরকম কোন সাক্ষাতের কথা জানেননা বলে জানিয়েছে।