ঐক্যফ্রন্টের সমাবেশে কড়া নিরাপত্তা

ঐক্যফ্রন্টের সমাবেশে কড়া নিরাপত্তা
জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশকে ঘিরে সিলেট নগরীর বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও ৭ দফা দাবি আদায়ের আন্দোলনে যাওয়ার আগে ১ম বারের মতো সমাবেশ করতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট।
সিলেট নগরীর মোড়ে-মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত তল্লাশি চালালেও সকাল সাড়ে ১১টা পর্যন্ত কোনও নেতাকর্মীর আটকের খবর পাওয়া যায়নি।
ফ্রন্টের নেতারা অভিযোগ করেছেন, সমাবেশকে কেন্দ্র করে সিলেটের প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তল্লাশি চালাচ্ছে। সুনামগঞ্জ থেকে সিলেট আসার বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে সমাবেশে আসা লোকদের বাধা সৃষ্টি করা হচ্ছে।
এ বিষয়ে বিএনপির সুনামগঞ্জ জেলা যুগ্ম সম্পাদক মুনাজ্জির সুজন জানান, সুনামগঞ্জ থেকে সিলেটে আসতে লামাগাজি ও জাউয়া এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়েছে। সুনামগঞ্জ শহর থেকে কোনও গাড়ি আসতে দিচ্ছে না। জায়গায় জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার কাজে তৎপর পুলিশ। সিলেটের তালতলা, জিন্দাবাজার মোড়, কোর্ট পয়েন্ট, কিন ব্রিজ এলাকা, নগরীর বাসস্ট্যান্ডসহ কয়েকটি এলাকায় অতিরিক্ত পুলিশ দেখা গেছে।
এ বিষয়ে ড. কামাল হোসেন বলেন, বিভিন্ন জায়গায় পুলিশের চেকপোস্ট বসালেও কোন আটকের খবর নেই।
বিষয়টি নিয়ে বিশ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেন, ‘সিলেটে মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে বাসায় বাসায় নেতাকর্মী আতঙ্ক আছে।’
এদিকে, তল্লাশি ও চেকপোস্ট বসানো নিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বলেন, ‘শহরের পরিস্থিতি শান্ত। নিজ নিজ কমর্সূচি পালন করবে রাজনৈতিক দলগুলো। তল্লাশি ও চেকপোস্ট বসানো হয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে। যেকোনও উদ্ভুত পরিস্থিতি মোকাবিলা করতেই আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে।’
এসএমএন