বিএনপি নিষিদ্ধের দাবিতে দক্ষিণ যুবলীগের ৩৬ নং ওয়ার্ডে পথসভা

বিএনপিকে নিষিদ্ধের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজও পথসভা, লিফলেট বিতরণ ও মিছিল করেছে সংগঠনটি। মঙ্গলবার নগরীর ৩৬ নং ওয়ার্ডে সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাটের নির্দেশনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্যে শাওন বলেন, সংবিধানের ৩৮ নং অনুচ্ছেদের গ ধারা আনুযায়ী সন্ত্রাসের সাথে জড়িত কোন সংগঠনের এই দেশে রাজনীতি করার অধিকার নেই। তারা আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী হিসেবে স্বীকৃত। তাই বাংলাদেশে বিএনপিকে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি।
বিশেষ অতিথি ছিলেন যুবলীগ ঢাকা দক্ষিণের সহ সভাপতি কামাল উদ্দিন খান, খোরশেদ আলম মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরমান হক বাবু, উপ-দপ্তর সম্পাদক আরিফুজ্জামান আরিফ, উপ-ক্রিড়া সম্পাদক আলি আহাম্মদ রিপন।
কর্মসূচির সভাপতিত্ব করেন ৩৬ নং ওয়ার্ড সভাপতি আবুল কাশেম এবং আনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক আবুল কালাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন রমানা যুবলীগ নেতা মালেক, শিমুল।