ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


সেনা কর্মকর্তা থেকে জাতীয় পার্টির রাজনীতিতে কে এই আনিস


২০ জুন ২০২৩ ০১:০৬

সংগৃহিত

রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান বনানী। এর সঙ্গে ক্যান্টর্মেন্ট সংযুক্ত হয়ে সংসদীয় ঢাকা ১৭ আসন। এর মধ্যে এ আসনের উপনির্বাচনে এর মধ্যে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর (অবঃ) সিকদার আনিসুর রহমান।

অবশ্য জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নাটকীয়তার সৃষ্টি হয়। জাতীয় পার্টি রওশনপন্থি হিসেবে পরিচিত কাজি মামুনুর রশিদও জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দেন। তবে কমিশন সিকদার আনিসুর রহমানের মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেয়ায় সকল ধোঁয়াশা কেটে যায়।
রাজনৈতিক অঙ্গণে তেমন একটা পরিচিত না থাকলেও তাকে চলছে নানা আলোচনা। আর তাকে আগ্রহও তৈরী হয়েছে। স্থানীয় ভোটাররা মনে করছেন এ আসনে লাঙ্গল ও নৌকা প্রতিকের মধ্যে।

জানা যায়, মেজর (অব:) সিকদার আনিসুর রহমান বরিশাল ক্যাডেট কলেজের একজন প্রাক্তন ক্যাডেট। ১৯৯২ সালের ৯ জুন বাংলাদেশ সেনাবাহিনীতে ২৬ তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে পদাতিক কোরে কমিশন লাভ করেন । বিভিন্ন পদাতিক ব্যটালিয়নে সফলতার সাথে চাকুরীর পাশাপাশি বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) তে প্লাটুন কমান্ডার, এসআইএন্ডটি তে প্রশিক্ষক, বিভিন্ন ব্রিগেডে ষ্টাফ অফিসার, সেনাসদরে ষ্টাফ অফিসার এবং জাতিসংঘ মিশনে অবজারভার ও ডেপুটি কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি একজন কমান্ডো ফোর্সের সদস্যও ছিলেন। চাকুরির পাশাপাশি আমি ব্যাক্তিগভাবে ইংরেজী সাহিত্যে মাষ্টার্স, এল.এল.বি এবং এমবিএ নিয়ে লেখাপড়া করেছেন তিনি।

সিকদার আনিছুর রহমান বলেন, ‘গত ২০১৪ সালে ব্যক্তিগত প্রয়োজনে আমি অবসরে আসি এবং বর্তমানে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্বে আছি। চাকুরী জীবনে আমি নির্দলীয় ভাবে নিষ্ঠার সাথে কাজ করেছি। পারিবারিক ভাবে পূর্বপুরুষ রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ায় অবসরে আসার পরে আমি এ বিষয়ে চর্চা শুরু করি।”

তিনি বলেন, ‘আমি ঢাকা-১৭ সংসদীয় নির্বাচনী এলাকার একজন স্থায়ী বাসিন্দা ও ভোটার । উক্ত আসনে আসন্ন সংসদ উপ-নির্বাচনে আমি জাতীয় পার্টির মনোনিত একজন প্রার্থী। আমার চিন্তা-চেতনা, ইচ্ছা এবং আত্ববিশ্বাস; আমি যেন ভবিষ্যতে একজন আদর্শবান ও সৎ মানুষ হিসেবে সাধারণ গরীব-দুঃখী, অসহায় এবং সমাজের নিপীড়িত-অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের প্রিয় বন্ধু হতে পারি। এ জন্য সকলের সহযোগীতা কামনা করছি।”