ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


আ. লীগ সবসময় চায় বিএনপি পূর্ণ শক্তি নিয়ে জাতীয় নির্বাচনে অংশ নিক: তথ্যমন্ত্রী


১৬ জুন ২০২৩ ২১:২২

আওয়ামী লীগ সবসময় চায় বিএনপি পূর্ণ শক্তি নিয়ে জাতীয় নির্বাচনে অংশ নিক, তবে দলটি সব সময় নির্বাচন থেকে পালিয়ে যায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।

শুক্রবার (১৬ জুন) মিন্টো রোডের সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, প্রতিবারের মতো এবারো বিএনপি নির্বাচনে অংশ না নিতে ছুতো তৈরি করছে। তবে সরকার চায়, বিএনপি নির্বাচনে আসুক; প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হোক।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সবসময় ঈদের পর আন্দোলনের কথা বলে। তবে সেটা রোজার নাকি কোরবানির তা জানতে চান তথ্যমন্ত্রী।