বিএনপির মিথ্যাচার-ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: কৃষিমন্ত্রী
-2023-05-20-23-21-27.jpg)
বিএনপির মিথ্যাচার-ষড়যন্ত্রের বিরুদ্ধের রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
শনিবার (২০ মে) বিকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
কৃষিমন্ত্রী বলেন, নানা ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। ১৭ কোটি মানুষের খাদ্যের কোনো অভাব নেই। এটি কোনো যাদু বলে হয়নি। একটি কৌশল। বিএনপির আমলে বীজ, সারের দাম বেশি ছিল, আওয়ামী লীগ তা কমিয়ে এনেছে। বিএনপির মিথ্যার ষড়যন্ত্রের বিরুদ্ধের রুখে দাঁড়াতে হবে।
এ সময় বিএনপির মিথ্যাচার অপপ্রচার ইতিহাসের মিথ্যাচার সম্পর্কে আমাদের রুখে দাঁড়াতে হবে বলেও মন্তব্য করেনে তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃনাল কান্তি দাস, মুন্সিগঞ্জ দুই আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়ামিন এমিলি প্রমুখ উপস্থিত ছিলেন।