সিটি নির্বাচন বয়কটের ঘোষণা মেয়র আরিফুলের

আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন সেখানকার বর্তমান মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী।
শনিবার (২০ মে) বিকেলে সিলেট রেজিস্ট্রি মাঠে অনুষ্ঠিত এক নাগরিক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
এ সময় জনগণের অনুরোধের পরও নির্বাচনে অংশগ্রহণ না করায় তিনি নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনাও করেন। তবে নির্বাচনে অংশ না নিলেও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সিলেট সিটির মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
একইসঙ্গে নির্বাচনকে পাতানো উল্লেখ করে জনগণকেও নির্বাচন বর্জনের আহ্বান জানান আরিফুল হক চৌধুরী।
নাগরিক সভায় দীর্ঘ বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী ইভিএম পদ্ধতিতে সিলেট সিটি নির্বাচনের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘জাতীয় নির্বাচন থেকে যেখানে ইভিএম সরিয়ে নেয়া হয়েছে সেখানে সিলেট সিটিতে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত ভোট ডাকাতির ইঙ্গিত ছাড়া আর কিছু নয়।’
নাগরিক সভার আগে তিনি হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন এবং বিকেলে নাগরিক সভায় যোগ দেন।
নাগরিক সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সহক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলনসহ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।