ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


কূটনীতিকদের নিরাপত্তায় সরকার শিথিলতা দেখাবে না: কাদের


১৯ মে ২০২৩ ১৯:১৪

কূটনীতিকদের নিরাপত্তার ক্ষেত্রে সরকার কোনও শিথিলতা প্রদর্শন করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ঢাকায় বিদেশি কূটনীতিকদের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা-ব্যবস্থা অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) এক বিবৃতিতে তিনি বলেন, বিদেশি যেসব দূতাবাস এবং রাষ্ট্রদূত বাংলাদেশে আছেন, তাদের নিরাপত্তার ক্ষেত্রে বর্তমান সরকার কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করবে না।

এ সময় বিবৃতিতে বিএনপি নেতাদের সমালোচনা করে তাদের নেতৃবৃন্দের অসাড়, অর্বাচীন ও গণচেতনা-বিচ্ছিন্ন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা স্বৈরশাসক জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করেছিল। স্বৈরাচারের বুটের তলায় পিষ্ট হয়ে এ দেশের মানুষ তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার হারিয়েছিল। ভোট ডাকাতির প্রতিভূ শক্তি বিএনপির মুখে তাই গণতন্ত্রের কথা মানায় না।’