ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


বিএনপি-জামায়াতকে ভোট না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর


৮ মে ২০২৩ ১৯:০৭

আগামীতে বিএনপি-জামায়াতকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, এরা (বিএনপি-জামায়াত) বাংলাদেশেকে ধ্বংস করতে চায়। তাই সতর্ক থাকুন, যাতে বিএনপি-জামায়াত আর ক্ষমতায় না আসে।

রোববার (৭ মে) স্থানীয় সময় বিকেলে লন্ডন ম্যারিয়ট হোটেলে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জনগণ ইতোমধ্যে জেনে গেছে যে তারা (বিএনপি-জামায়াত) চোর, দুর্নীতিবাজ, খুনি, গ্রেনেড হামলাকারী ও লুটেরা এবং তারা খুনিদের পৃষ্ঠপোষক।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট অর্থ আত্মসাৎ করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।

এ সময় দেশের জনগণ বিএনপি-জামায়াতের ওপর আস্থা রাখবে না বলে প্রত্যাশা করেন সরকারপ্রধান।

এছাড়াও প্রধানমন্ত্রী বিএনপি ও এর নেতাদের ভোট চোর আখ্যা দেন। বলেন, তারেক রহমান একজন ভোটচোর এবং তার মা-ও ভোটচোর।

তিনি গত ১৪ বছরে তার সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচি সংক্ষেপে বর্ণনা করেন।