ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


৭ মে শেখ হাসিনা দেশে না ফিরলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না: তথ্যমন্ত্রী


৭ মে ২০২৩ ২১:২৯

সব বাধাবিপত্তি উপেক্ষা করে শেখ হাসিনা না ফিরলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই বাংলাদেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ খ্রিস্টান যুব কল্যাণ সমিতির আয়োজনে ‘বাঙলার স্থপতি’ অ্যালভীন দীলিপ বাগচীর সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘পাকিস্তান রাষ্ট্র হওয়ার একবছর পরেই বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন পাকিস্তানের কাছে বাঙালি মুক্ত ও স্বাধীন নয়। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করার পরিকল্পনা করেছিলেন পাকিস্তান সৃষ্টি হওয়ার পরপরই। বঙ্গবন্ধু ছয় দফা ঘোষণা করেছিলেন বাঙালির মনন তৈরি করার জন্য মুক্তির জন্য।’

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর এই ভাষণ ছিল মুক্তি ও সংগ্রামের। ভাষণের শেষে জনতা রাস্তায় স্লোগান দিয়েছিল বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল স্বাধীনতার মূল পরিকল্পনা। সেই পরিকল্পনা অনুযায়ী বঙ্গবন্ধু ধীরে ধীরে স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছিলেন। ৭ মার্চ বঙ্গবন্ধু চূড়ান্তভাবে স্বাধীনতা ঘোষণা করেছিলেন।’

৭ মে একটি তাৎপর্যময় দিন উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল এবং দেশে আসতে বাধা দেওয়া হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু যেমন সাহসী ছিলেন তার কন্যা শেখ হাসিনাও সাহসী। বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনার সবচেয়ে বড় গুণ, শত প্রতিকূলতার মধ্যেও তিনি ধৈর্য হারান না। শেখ হাসিনাকে দেশে আসতে নিষেধ করা হলেও তিনি বলেছিলেন, আমাকে দেশে যেতে হবে মিথ্যা মামলার বিরুদ্ধে লড়তে হবে।’

হাছান মাহমুদ বলেন, ‘দেশের যত অর্জন আওয়ামী লীগ করেছে। আর আওয়ামী লীগের যত অর্জন, তার চেয়ে বেশি শেখ হাসিনার অর্জন।’