ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


জাতীয় পার্টি কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি নয় : জি এম কাদের


৭ মে ২০২৩ ০৫:৪০

জাতীয় পার্টি কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

তিনি বলেন, দেশ ও জনগণের জন্য কাজ করে জাতীয় পার্টি। আমাদের দল কারও ‘বি’ টিম হওয়ার জন্য কাজ করে না।

শনিবার (৬ মে) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে স্বেচ্ছাসেবক পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জনগণের ভাত ও ভোটের অধিকার নিশ্চিতের জন্য কাজ করবে। তবে নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন করতে সবার একমত হওয়া জরুরি। এ জন্য সব রাজনৈতিক দলের একত্রিত হয়ে নির্বাচন ব্যবস্থা নির্ধারণ করতে হবে।

গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হলে দেশে গণতন্ত্র চর্চা অসম্ভব। আমরা চাই নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করা হোক। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন ব্যবস্থা সবার নিয়ন্ত্রণের বাইরে রাখতে হবে। কারণ, যারা সরকারে থাকে তাদের পক্ষে নির্বাচন নিয়ন্ত্রণ করার সুযোগ থাকে। তাই নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করতে চিরস্থায়ী সমাধান দরকার।