ঢাকা বুধবার, ২১শে জানুয়ারী ২০২৬, ৯ই মাঘ ১৪৩২


নতুন পে স্কেলে দ্রব্যমূল্য বিবেচনায় রাখা হয়েছে, দাবি অর্থ উপদেষ্টার


২১ জানুয়ারী ২০২৬ ০৯:০১

সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে পে স্কেলের প্রতিবেদন জমা দেয়া হবে।

 

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

 

উপদেষ্টা জানান, পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান সব সদস্যদের সাথে নিয়ে বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেবেন। এ সময় অর্থ উপদেষ্টা নিজেও উপস্থিত থাকবেন। তবে প্রতিবেদন জমার আগ পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

 

সালেহউদ্দিন আহমেদ জানান– সরকারি চাকরিজীবীরা খুশি হবেন, এমন সুপারিশ থাকছে প্রতিবেদনে। সুপারিশের ক্ষেত্রে দ্রব্যমূল্য ও বাস্তবতা বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছে কমিশন।

 

প্রসঙ্গত, ২০১৫ সালের বেতনকাঠামো অনুসারে বেতন-ভাতা পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের সংখ্যা এখন প্রায় ১৫ লাখ। গত দশ বছরে নতুন পে স্কেল না হওয়ায় নানা সময় দাবি-দাওয়া উত্থাপন করেন সরকারি চাকরিজীবীরা। গত জুলাইয়ে অন্তবর্তী সরকার পে কমিশন গঠন করে।