ঢাকা বুধবার, ২১শে জানুয়ারী ২০২৬, ৯ই মাঘ ১৪৩২


আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে


২১ জানুয়ারী ২০২৬ ১০:২১

সংগৃহীত

পঞ্চবটি-মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পাইপলাইন মেরামত, প্রতিস্থাপন ও জরুরি গ্যাস নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। 

 

রোববার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা আল আমিন এ তথ্য জানিয়েছেন। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা ও ফতুল্লাসহ তৎসংলগ্ন এলাকায় (আদমজী ইপিজেড ব্যতীত) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

 

বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে।