ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


‘মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়’


২০ অক্টোবর ২০১৮ ১৮:৫৯

ছবি ফাইল ফটো

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মানুষ পরিবর্তন চায়, দেশে পরিবর্তনের ঢেউ লেগেছে। মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টি আয়োজিত মহাসমাবেশে তিনি একথা বলেন।

এরশাদ বলেন, আগামী নির্বাচনে আমরা ৩০০ আসনে প্রার্থী দিবো। জোটগত ভাবে নির্বাচন করবো। রাজনৈতিক মেরুকরন হবে। জাতীয় পার্টি দেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। জাতীয় পার্টি জেগে উঠেছে। আশার আলো দেখতে পাচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, তোমরা ঘরে ফিরে গিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করে আমাকে দেবে। সেই যোগ্য প্রার্থীর মাধ্যমে আমরা আবার ক্ষমতায় আসব।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করে এরশাদ
বলেন, একটি দল সাত দফা দিয়েছে। সবকিছু মিলিয়ে আগামী দিনগুলোকে স্বচ্ছ মনে হচ্ছে না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা চাই।

তিনি আরো বলেন, আমরা জাতীয় পার্টি সবসময় নির্বাচন করেছি। আজও আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। তবে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। অবাধ নির্বাচন চাই। নিশ্চয়তা চাই, আমরা যারা সংসদে আছি সবার সমন্বয়ে নির্বাচনকালীর সরকার গঠন করতে হবে।

‘শেষ কথা, নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। আমি নতুন করে ১৮ দফা কর্মসূচি গ্রহণ করেছি। আমরা নির্বাচনের পদ্ধতি পরিবর্তন করতে চাই। বিচার বিভাগের স্বাধীনতা চাই। শিক্ষা পদ্ধতি সংস্কার চাই। স্বাস্থ্যসেবার সম্প্রসারণ চাই। শান্তির রাজনীতি চাই। সড়ক নিরাপত্তা চাই।’

বেলা সাড়ে ১১টার দিকে মহাসমাবেশে অংশ নিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থলে পৌঁছান এরশাদ।

সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় পার্টির মহাসমাবেশ শুরু হয়। সমাবেশ মঞ্চে শিল্পী কিরণ চন্দ্র রায়সহ দেশবরেণ্য শিল্পীরা গান করেন। এছাড়া দলের অনেক সিনিয়র নেতা মঞ্চে উপস্থিত হয়েছেন।

সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন। এতে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।

মূলত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজেদের শক্তির জানান দিতেই এ মহাসমাবেশের আয়োজন করেছে দলটি। তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের মহাসমাবেশে রাজধানীতে বড় ধরনের শোডাউন করবে। এছাড়া মহাসমাবেশ থেকে আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। আগামী নির্বাচন নিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে নতুন বার্তা দেবেন তিনি।

মহাসমাবেশে আরো বক্তব্য দেবেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ জাতীয় পার্টি এবং জোটের শীর্ষ নেতারা।

আরকেএইচ