সোহরাওয়ার্দীর সমাবেশস্থলে এরশাদ

মহাসমাবেশে অংশ নিতে সমাবেশস্থলে পৌঁছেছেন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থলে পৌঁছান তিনি।
সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় পার্টির মহাসমাবেশ শুরু হয়। সমাবেশ মঞ্চে শিল্পী কিরণ চন্দ্র রায়সহ দেশবরেণ্য শিল্পীরা গান করেন। এছাড়া দলের অনেক সিনিয়র নেতা মঞ্চে উপস্থিত হয়েছেন।
সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন। এতে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।
মূলত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজেদের শক্তির জানান দিতেই এ মহাসমাবেশের আয়োজন করেছে দলটি। তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের মহাসমাবেশে রাজধানীতে বড় ধরনের শোডাউন করবে। এছাড়া মহাসমাবেশ থেকে আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। আগামী নির্বাচন নিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে নতুন বার্তা দেবেন তিনি।
মহাসমাবেশে আরো বক্তব্য দেবেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ জাতীয় পার্টি এবং জোটের শীর্ষ নেতারা।
আরকেএইচ