ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


সমাবেশে আজ কি বার্তা দেবেন এরশাদ?


২০ অক্টোবর ২০১৮ ১৪:৪৯

ছবি ফাইল ফটো

জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ আজ শনিবার। সকাল ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরইমধ্যে ঢাকার বাইরে থেকে আসা দলের নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন।

দলটির সূত্রে জানা গেছে, মূলত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজেদের শক্তির জানান দিতেই এ মহাসমাবেশের আয়োজন করেছে দলটি। তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের মহাসমাবেশে রাজধানীতে বড় ধরনের শোডাউন করবে। এছাড়া মহাসমাবেশ থেকে আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। আগামী নির্বাচন নিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে নতুন বার্তা দেবেন তিনি। তবে ভোটের আগে জাপা চেয়ারম্যান কি বার্তা দেবেন তা নিয়ে সংশয়ে খোদ দলের নেতাকর্মীরা।

মহাসমাবেশে আরো বক্তব্য দেবেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ জাতীয় পার্টি এবং জোটের শীর্ষ নেতারা।

মহাসমাবেশ সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, এবারের মহাসমাবেশ অতীতের যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। জাতীয় পার্টির শক্তি এবং সামর্থ্যের জানান দেয়া হবে এ মহাসমাবেশের মধ্য দিয়ে।

তিনি আরো বলেন, নির্বাচনের আগে এ মহাসমাবেশের মধ্য দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রাজধানীতে নতুন বার্তা দেবেন। জাতির উদ্দেশে আগামী দিনের দিকনির্দেশনা দেবেন। এ মহাসমাবেশ থেকে নির্বাচনী রোডম্যাপও ঘোষণা করা হবে বলে জানান তিনি।

সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে মাঠ ও আশপাশের এলাকা। হুসেইন মুহম্মদ এরশাদের ছবিসংবলিত ব্যানার-পোস্টার দিয়ে সমাবেশের চারপাশ সাজানো হয়েছে। উদ্যানের ঠিক মাঝখানে উত্তরমুখী মঞ্চ তৈরি করা হয়েছে। প্রধান মঞ্চের কয়েক ফুট দূরেই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। শাহবাগ থেকে প্রেস ক্লাব পর্যন্ত নানা রঙের ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। নগরীর প্রধান প্রধান সড়কে নির্মাণ করা হয়েছে একাধিক তোরণ।

আরকেএইচ