‘এটা নিয়ে মাথা ব্যথার কোন কারণ নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘এই দেশের রাজনীতিবিদরা যখন যার সাথে সুবিধা পায় তার সাথেই জোট করে৷ সেজন্য বিএনপির জোটে ২০ জন আছে কি ৩০ জন আছে বা মাত্র পাঁচজন রইল সেটা আমাদের দেখার বিষয় না৷ আর এটা নিয়ে আওয়ামী লীগের কোন মাথা ব্যথার কারণ নেই।’
শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) ক্র্যাব নাইট, রিপোর্টিং অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের জনপ্রিয়তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশের মানুষ স্বাধীনতায় নেতৃত্ব দেয়া দলটিকে হৃদয় দিয়ে ভালোবাসে। আওয়ামী লীগের জনপ্রিয়তা আকাশচুম্বি, দেশের মানুষ আওয়ামী লীগকে হৃদয় দিয়ে ভালোবাসে। কার দল ভাঙল বা গড়ল তা নিয়ে আমাদের কিছু বলার নেই করার নেই।’
আগামী নির্বাচনকে সামনে রেখে জালাও পোড়াও হলে সরকারের কী পরিকল্পনা থাকবে- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় নির্বাচন কমিশন দায়ী। আর নিরাপত্তা বাহিনী অনেক তৎপর। আর এর মধ্যে কোন নাশকতা বা অপরাধ হবে এটা আমরা বিশ্বাস করি না। কেউ করলেও সেটা শক্ত হাতে দমন করবে।’
‘সেই সময় যারা থাকবে সেটা নির্বাচন কমিশন। আমরা শুধু তাদের সাহায্য করব৷ নির্বাচনে সহায়তার জন্য নিরাপত্তাবাহিনী প্রস্তুত আছে।’
এমএ