খালেদাকে নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

মার্শা বার্নিকাট বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন। এই সাক্ষাতে তাঁদের মধ্যে বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে মার্শা বার্নিকাট সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন এ রাষ্ট্রদূত বলেন, খালেদা জিয়া নির্বাচন না করলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুব একটা অসুবিধা হবে না বলেই মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকরা জানিয়েছেন, আসছে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ সরব মার্কিন যুক্তরাষ্ট্র। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্যই বরাবরই তারা আলাপ করে আসছিল। অংশগ্রহণমূলক নির্বাচন বলতে সেখানে বিএনপি এবং দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলে আসছিলেন। কিন্তু বৃহস্পতিবারের বক্তব্যের মধ্যে দিয়ে এটি স্পষ্ট হলো খালেদা জিয়াকে মাইনাস করেছে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট তথা মার্কিন যুক্তরাষ্ট্র।
এমএ