‘বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে জাফরুল্লাহ সম্পর্ক’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সাংবিধানিক পদে থেকে নির্বাচন কমিশনের গোপন বিষয় নিয়ে প্রকাশ্য কথা বলা সংবিধান পরিপন্থী। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত।
বুধবার (১৭ অক্টোবর) দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দল আয়োজিত এক সংবাদ তিনি এসব কথা বলেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, বঙ্গবন্ধুর খুনিদের সাথে তার সম্পর্ক আছে আমরা জানতে পেরেছি। এদের মত বুদ্ধিজীবী সেনাবাহিনীর মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য সেনাপ্রধান সম্পর্কে এ ধরনের বক্তব্য দেন। এজন্য ১৪ দলের পক্ষ থেকে জাফল্লার বিচারে আওতায় আনার দাবি জানান তিনি।
ব্যারিস্টার মঈনুলের প্রসঙ্গে তিনি বলেন, জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়া মঈনুল আজ বিএনপির প্রিয়-বিশ্বস্ত লোকে পরিণত হয়েছে। ১/১১ সময়ে গণতন্ত্র হত্যা করার জন্য যারা কাজ করেছিলো মঈনুল তাদের মধ্যে একজন।
নির্বাচনকে সামনে রেখে মহাজোটের কোন পরিবর্তন করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনই বলা যাচ্ছে না প্রধানমন্ত্রী সিদ্ধান্ত হবে চূড়ান্ত সিদ্ধান্ত ।
এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন প্রমুখ।
এসএমএন