ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


স্বাধীনতা বিরোধীদের সঙ্গে কোন ঐক্য নয়: বিকল্পধারা


১৭ অক্টোবর ২০১৮ ২১:৪৭

বিএনপির সঙ্গে স্বাধীনতাবিরোধীদের রেখে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে কোন প্রকার ঐক্যে না যাওয়ার কথা আবারো সাফ জানিয়ে দিয়েছেন বিকল্পধারার নেতারা।

গত শনিবার জাতীয় ঐক্য প্রক্রিয়ার চূড়ান্ত রুপরেখা তৈরীর জন্য বিকল্পধারাকে আমন্ত্রণ জানিয়ে গণফোরাম নেতা কামাল হোসেন বাসায় না থাকার ঘটনায় আনুষ্ঠানিক ক্ষমা চেয়ে একসাথে পথ চলার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যমত নেতা ডা. জাফরউল্লাহ চৌধুরী।

বিকল্পধারার সঙ্গে বৈঠক শেষে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। কাউকে বাদ দেয়া হবে না। ওইদিন আমাদের ভুল হয়েছে। এই জন্য ক্ষমা প্রার্থনা করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাফরুল্লাহ বলেন, আগে যারা ছিল সবাইকে নিয়ে কাজ করতে চাই। তিনি প্রশ্ন করে বলেন, সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীকে বাদ দিয়ে কিছু যায় নাকি? আমি সবাইকে নিয়ে ঐক্য করতে চাই।

জাফরুল্লাহ চৌধুরী চলে যাওয়ার পর মাহী বি. চৌধুরী সাংবাদিকদের বলেন, ডা. জাফরুল্লাহ বিকল্পধারার প্রেসিডেন্ট বি. চৌধুরী ও দলের মহাসচিব মেজর (অব) মান্নানের সঙ্গে কথা বলেছেন। আমিও কিছুক্ষণ ছিলাম সেখানে। ১৩ অক্টোবরের ঘটনার জন্য ডা. জাফরুল্লাহ দুঃখ প্রকাশ করে বলেছেন যে, বি চৌধুরীকে আমন্ত্রণ জানিয়ে ড. কামাল হোসেন বাসায় থাকেননি, এটা সঠিক হয়নি। এই কথাটিই তিনি বলতে এসেছেন।

মাহী বি. চৌধুরী সাংবাদিকদের বলেন, আমারা ডা. জাফরুল্লাকে বলেছি যে- আমাদের মতামত স্পষ্ট, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে কোনো ঐক্যে যাবো না আমরা। এছাড়া যদি ক্ষমতার ভারসাম্যই না আসে, নির্দিষ্টভাবে একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি ঐক্য হয় সেটা দেশকে স্বেচ্ছাচার মুক্ত করবে না। সুতারাং আমরা আমাদের অবস্থান থেকে সরতে পারবো না।

বৃহত্তর অট্টালিকার বাইরে আমরা ছোট্ট একটি কুড়ে ঘর বানাবো। সেই ঘরে সত্যের, মুক্তিযুদ্ধের ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি থাকবে। আমরা আমাদের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়বো না।

এসএমএন