ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


বিএনপি আবার সুযোগ পেলে ১০টা 'বাংলা ভাই' বানাবে : তথ্যমন্ত্রী


৩০ জানুয়ারী ২০২৩ ০৮:১২

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপির সমালোচনা করে বলেছেন, 'বিএনপি যদি আবার সুযোগ পায়, তারা একটা নয়, ১০টা 'বাংলা ভাই' সৃষ্টি করবে, এই রাজশাহী অঞ্চলকে তারা জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত করবে। কিন্তু মানুষ তা হতে দেবে না।'

রবিবার দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের জনসভায় দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতার আগে দলের রাজশাহী ও রংপুর বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ তার বক্তব্যে এ কথা বলেন।

ড. হাছান বলেন, 'বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এখানে রাজশাহীতে 'বাংলা ভাই' সৃষ্টি হয়েছিল, বিএনপির নেতারা তাকে বরণ করে নিয়েছিল। তবে আজ শেখ হাসিনার দেশ পরিচালনায় গত ১৪ বছরের উন্নয়নে রাজশাহী জেলা বদলে গেছে, রাজশাহী বিভাগ বদলে গেছে, পুরো দেশ বদলে গেছে।

তিনি বলেন, 'বিএনপি নেতারা আমাদের বলে 'পালাবার পথ পাবেন না'। অথচ তাদের নেতা দুর্নীতির দায় নিয়ে পালিয়ে গিয়েছিল, সে মুচলেকা দিয়েছিল রাজনীতি করবে না বলে। মানিলন্ডারিং করে টাকা পাচার করেছে। আজকে যারা বলে, আওয়ামী লীগ পালানোর সুযোগ পাবে না; তাদের আমি স্পষ্ট করে বলি, আওয়ামী লীগ পালায় না। পালায় আপনাদের নেতারাই।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রমুখ।

আইকে