ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


বিএনপি-জামায়াতের মনে রয়েছে পাকিস্তান: হানিফ


১৭ জানুয়ারী ২০২৩ ০৩:০৪

বিএনপি ও জামায়াতের মনে পাকিস্তান, তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সোমবার ঢাকা মহানগর উত্তর যুবলীগের শান্তি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতারা মুক্তিযুদ্ধবিরোধী কথা বলার মাধ্যমে প্রমাণ করেছে তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। দেশের সংবিধানকেও মানে না তারা।

এ সময় জাতির কাছে তাদের ক্ষমা চাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।

স্বাধীনতা বিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিতে না পারে সেজন্য যুবলীগকেও প্রস্তুত থাকার আহ্বান জানান মাহবুব উল আলম হানিফ।

আইকে