বি. চৌধুরী ভীষন ক্ষুব্ধ

বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে শুরু থেকে থাকলেও শেষ পর্যন্ত ওই ঐক্যে ঠাই হয়নি বিকল্পধারা বাংলাদেশের। দলটির সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে বাইরে রেখেই গত শনিবার
ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নামে নতুন জোটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তাতে বিএনপি, জেএসডি ও নাগরিক ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন। মূলত মতদ্বৈততার কারণে বি. চৌধুরীরকে এই ঐক্যে রাখা হয়নি।
বিকল্পধারা বাংলাদেশের এক নেতা নাম না প্রকাশ করার শর্তে বলেন, বৃহত্তর ওই ঐক্যে ঠাই না পাওয়ায় বি. চৌধুরীর চরম ক্ষুব্ধ হয়েছেন। ওই জোটের যাবেন না বলেও তিনি তার কাছের লোকদের জানিয়েছেন।
নতুন জোট গঠনের দুদিন পর সোমবার রাত পৌনে দশটার দিকে বি. চৌধুরীর বারিধারার বাসায় যান গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি এবং বৃহত্তর জাতীয় ঐক্যের অন্যতম উদ্যোক্তা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বি. চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আগে যারা ছিল তাদের সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। বদরুদ্দোজা চৌধুরীকে বাদ দিয়ে কিছু হয় নাকি? আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।’
আমি চা খেতে এসেছিলাম। এ সময় দেশের চলমান রাজনীতিসহ নানা বিষয়ে কথা হয়েছে। বিকল্পধারা প্রেসিডেন্ট হাসিখুশি প্রাণবন্ত ছিলেন। জাতীয় ঐক্যফ্রন্টে বি. চৌধুরীকে ফিরিয়ে আনা হবে কিনা জানতে চাইলে জাফরুল্লাহ বলেন, তিনি তো এক্যের ভেতরেই আছেন। তাকে ফেরানোর কী আছে। তিনি ঐক্যফ্রন্টের সঙ্গে থাকবেন এটি আমি নাগরিক হিসেবে আশা করি।
পরে এ বিষয়ে সাংবাদিকদের মাহি বি চৌধুরী বলেন, ‘ডা. জাফরুল্লাহ বিকল্পধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরী ও দলের মহাসচিব মেজর (অব) মান্নানের সঙ্গে কথা বলেছেন। আমিও সেখানে ছিলাম। ১৩ অক্টোবরের ঘটনার জন্য ডা. জাফরুল্লাহ দুঃখ প্রকাশ করেছেন। বি চৌধুরীকে আমন্ত্রণ না জানিয়ে তারা থাকতে পারেননি। এটা ভালো বা সঠিক হয়নি। এই কথাটিই তিনি বলতে এসেছেন।’
বৈঠক শেষে মাহী বি. চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা ডা. জাফরুল্লাকে বলেছি যে, আমাদের মতামত স্পষ্ট, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে কোনো ঐক্যে যাব না। যদি ক্ষমতার ভারসাম্যই না আসে, নির্দিষ্টভাবে একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি ঐক্য হয় সেটা দেশকে স্বেচ্ছাচার মুক্ত করবে না। সুতরাং আমরা আমাদের অবস্থান থেকে সরতে পারব না।
তিনি আরও বলেন, আমরা না গেলেও জাতীয় ঐক্যফ্রন্টের সাফল্য কামনা করি। ড. কামাল হোসেনের সাফল্য কামনা করি। আপনারা নিজেদের মতো চলতে থাকুন। আমরা আমাদের মতো চলব।
আরকেএইচ