ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


‘ওকে পাগলা গারদে পাঠান’


১৬ অক্টোবর ২০১৮ ০৩:১৬

ড. জাফরুল্লাহ চৌধুরীর অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে চরম অস্বস্তি এবং সেই সঙ্গে বাড়ছে বিরক্তি। সাম্প্রতিক সময়ে সেনা প্রধানকে নিয়ে জাফরুল্লাহর বক্তব্যের পরে, তাকে বিএনপি থেকে দূরে রাখার পরামর্শ দিচ্ছেন দলটির সিনিয়র নেতারা।

রোববার (১৪ অক্টোবর) সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল মাহাবুব টেলিফোন করেন বিএনপি মহাসচিবকে। জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যাপারে তিনি সাধুবাদ জানান বিএনপি মহাসচিবকে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘এটা দরকারী একটা কাজ হয়েছে।’ এরপর চরম বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, ‘ঐ পাগলটা কোন দলের? ওর সঙ্গে বিএনপির সম্পর্ক কি? ওখানে সে কেন? মির্জা ফখরুল প্রথমে বুঝতে পারেন নি, কাকে উদ্দেশ্য করে জেনারেল মাহাবুব এসব কথা বলছেন। জিজ্ঞেস করেন, ‘আপনি কার কথা বলছেন?’ উত্তরে সাবেক সেনা প্রধান বলেন, ‘ঐ যে জাফরুল্লাহর কথা বলছি। ও তো বিএনপির সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক শেষ করে দেবে। ওকে নিয়ে আপনারা ঘুরবেন না। ও তো একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলেছে। ওকে পাগলা গারদে পাঠান, ঐক্য ফ্রন্টে রাখবেন না।’ মাহাবুবের এমন কথায় হেসে ফেলেন ফখরুল। বলেন, ‘পাগল সামলানোর দায়িত্ব আমার।’

এমএ