বিকেলে কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

বিএনপির নেতারা ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ।
সোমবার (১৫ আক্টোবর) বিকেল ৪টায় গুলশানে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, এ বৈঠকের নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এতে গণমাধ্যমের কর্মীদের আমন্ত্রণ জানানো হয়নি।
বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বিদেশি প্রতিনিধি দলের এটি নিয়মিত বৈঠক। তবে আজকের বৈঠকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য নেতাদের সাজার বিষয় ও খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে কূটনীতিকদের জানানো হবে।
এ ছাড়া আগামী নির্বাচন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তার চিকিৎসার অবস্থা, সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের বিষয়েও বিদেশি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার কথা রয়েছে।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর বিদেশি কূটনীতিকদের দলের অবস্থান ও দেশের সমসাময়িক রাজনৈতিক বিষয়ে অবহিত করে বিএনপি।
এসএমএন