ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


প্রধানমন্ত্রী স্ববিরোধী কথা বলেছেন: রিজভী


১৫ অক্টোবর ২০১৮ ২৩:৫৯

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, গতকাল মাওয়া ও শিবচরের জনসভায় প্রধানমন্ত্রী স্ববিরোধী কথা বলেছেন । যা জাতি হতবাকই হয়নি, মানুষ মুচকি হেসেছে ।

সোমবার (১৫ অক্টোবর) দুপুরের রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে বলেন, ২০০৬ সালের অক্টোবর মাসে যখন লগী বৈঠা নিয়ে আপনার কর্মীদের ঢাকায় আসতে নির্দেশ দিয়েছিলেন। দলীয় লোকদেরকে দিয়ে ২৮ অক্টোবরে লাশের ওপর নৃত্য করালেন, তারপরেও কী আপনাকে শান্তির দূত বলতে হবে?

তিনি বলেছেল, এবারে ক্ষমতায় এসে বিএনপি’র মন্ত্রী-এমপি থেকে শুরু করে যুবনেতা-ছাত্রনেতাদের গুম-খুনসহ বছরের পর বছর ধরে হাজার হাজার বিচার বহির্ভূত হত্যার হিড়িকে দেশব্যাপী আতংক ও ভয়ের ত্রাসসৃষ্টি করেছে আপনার সরকার।

বর্তমান সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বৃদ্ধি পেয়েছে, দেবালয়ের পুরোহিতকে হত্যা করা হয়েছে উল্লেখৈ করে বলেন, দলীয় এমপি কচি বাচ্চা ছেলের পায়ে গুলি করেছে, নারায়ণগঞ্জের নি:স্পাপ কিশোর ত্বকী হত্যারও অভিযোগ সরকারের একজন এমপি’র বিরুদ্ধে।

দেশের সাধারণ মানুষের মানবাধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিয়েছেন উল্লেখ করে তিনি আরো বলেন, আপনি নিজেকে একক ভাষ্যকারে পরিণত করে বক্তৃতায় অন্যকে খুনী, দুর্নীতিবাজ বলছেন-অথচ খুন, জখম যে আওয়ামী শাসনের ঐতিহ্য তা কিন্তু মানুষ ভুলে যায়নি।

বাংলাদেশ ব্যাংকসহ সকল আর্থিক প্রতিষ্ঠান লুট হওয়া ঘটনা তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, দেশের লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেল, ঘুষ ছাড়া এখন কিছুই হয় না, ঘুষ নিতে মন্ত্রীরাও কর্মকর্তা-কর্মচারীদেরকে উৎসাহিত করে, আপনার কেবিনেটের অর্থমন্ত্রী সংসদে বলেছেন-বাংলাদেশে এখন পুকুর চুরি নয়, সাগর চুরি হচ্ছে, তারপরেও কি বলতে হবে আওয়ামী মহাজোট সরকার সৎ ও স্বচ্ছ সরকার ?

সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সাংবাদিক ইভিএম এর বিরোধীতা করলেও সরকারের অনঢ় প্ররোচনায় প্রধান নির্বাচন কমিশনার ইভিএম পদ্ধতি কেন চালু করতে চাচ্ছেন উল্লেখ্য করে তিনি বলেন, ইভিএম কেনার নামে সরকার বড় পরিমান টাকা হাতিয়ে নিতে চাচ্ছে। নির্বাচনের প্রাক্কালে এই টাকা কমিশনের কিছু ব্যক্তিকে উপহার দিলেন কী না, এটা নিয়েও অনেকের মনে প্রশ্ন আছে।

বিএনপির এই নেতা আরও বলেন, আজ থেকে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা। দূর্গাপুজা উপলক্ষে আপনাদের মাধ্যমে দেশের হিন্দু সম্প্রদায়কে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

হিন্দু সম্প্রদায়ের বৃহৎ এই ধর্মীয় উৎসব দূর্গাপুজায় হিন্দু সম্প্রদায়ের সকলের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের মহাসচিব।

এসএমএন