‘তওবা করেছি, আর না’

জীবদ্দশায় আর কোনোদিন বিএনপির সঙ্গে জোট করার চেষ্টা করবেন না রাজনীতিবিদ সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী। জোট তো দুরের কথা, বিএনপির সঙ্গে বসার আগেও দশবার চিন্তা করবেন তিনি। এমন ক্ষোভ প্রকাশ করে বদরুদ্দোজা বলেন, ‘তওবা করেছি, আর না’। রোববার (১৪ অক্টোবর) সকালে ক্ষোভের সঙ্গেই একথা বললেন বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক রাষ্ট্রপতি।
সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, নতুন জোটে যাবেন নাকি? জবাবে তিনি বললেন, ‘ন্যাড়া বেল তলায় একবারই যায়। আমরা তো দুটি শর্ত দিয়েছি। আপনার কি মনে হয় তারা মানবে? অসম্ভব।’ প্রবীণ এই চিকিৎসক বলেন ‘বিএনপি একটা কাজ ভালো পারে মানুষকে অপমান করতে, অসম্মান করতে।’ কিন্তু আপনি তো অপমানিত হলেন ড. কামাল হোসেনের কাছ থেকে। জবাবে আবেগপ্রবণ অধ্যাপক বি. চৌধুরী বলেন, ‘উনি সকালে কি বলেন আর বিকেলে কি বলেন, নিজেই জানেন না। উনি তো নিজের বুদ্ধিতে কিছু করেন না।’
অধ্যাপক চৌধুরী বলেন, ‘ড. কামাল যা করেছেন, দেশবাসী দেখেছে। নিশ্চয়ই দেশবাসীই এর মূল্যায়ন করবে।’ এখন কি করবেন? জানতে চাইলে বলেন, ‘ভালো এবং সুস্থ চিন্তা করলে কাজের কি অভাব আছে?’
এমএ