জাতীয় ঐক্য প্রক্রিয়াকে ছিনতাই করল বিএনপি!

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বহুল আলোচিত ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’ বিএনপির ক্যু’র শিকার হলো! ঐক্য প্রক্রিয়া বিএনপির ক্যুতে ভেঙ্গে গেছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।
দীর্ঘদিন ধরেই বি. চৌধুরীকে বাদ দিয়ে ঐক্য করার চেষ্টা চালিয়ে আসছিল বিএনপি। তাদের এই প্রচেষ্টাই আজ সফল হলো। আজ সন্ধ্যায় অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে বি. চৌধুরী ও মাহী বি. চৌধুরীকে দেখা যায়নি। বরং তাঁরা আলাদা সংবাদ সম্মেলন করছেন বাড়িধারায়।
এর আগে ছেলে মাহী বি. চৌধুরীকে নিয়ে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যের নেতা ড. কামাল হোসেনের বাড়িতে গিয়ছিলেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। কিন্তু সেখান থেকে ফেরার পথেই সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন তিনি। আবার ড. কামাল সংবাদ সম্মেলন ডেকেছেন প্রেসক্লাবে। সন্ধ্যা ছয়টার পরপর ড. কামালের সংবাদ সম্মেলন শুরু হলেও বি. চৌধুরীর বৈঠক এখনো শুরু হয়নি।