ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


শিগগিরই জাতীয় ঐক্যের রূপরেখা


১৪ অক্টোবর ২০১৮ ০৩:৪৯

ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘জাতীয় ঐক্যের বিষয়ে আমরা অনেক দূর এগিয়েছি। অতি শিগগিরই জাতীয় ঐক্যের রূপরেখার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে, যার মাধ্যমে দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবে।’

শনিবার দুপু‌রে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

খন্দকার মোশাররফ বলেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের নামে লাখ লাখ মামলা দেওয়ার একটাই উদ্দেশ্য। সেটা হলো আবারও বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা, খালেদা জিয়া ও তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করা এবং বর্তমানে যারা বিনা ভোটে গায়ের জোরে ক্ষমতায় আছে, তাদের ক্ষমতা দীর্ঘায়িত করা। মূলত সরকারের অলিখিত বাকশালকে প্রতিষ্ঠা করতেই বিএনপি নেতাকর্মীদের নামে ভুতুড়ে মামলা দেওয়া হচ্ছে।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘এই স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দেশের মানুষ নীতিগতভাবে ঐক্যবদ্ধ হয়েছে যে, খা‌লেদা জিয়াকে ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না এবং জাতীয় ঐক্য ছাড়া জনগণকে এই স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্ত করা সম্ভব হবে না।’

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর বিএনপির আর নিবন্ধন থাকতে পারে না–আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘আমরা কোনো হত্যাকাণ্ডকেই সমর্থন করি না। তবে অতীতে রমনার বটমূলে আওয়ামী লীগ সরকারের আমলে কি নৃশংস হত্যাকাণ্ড ঘটেনি? পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড ঘটেনি? এসব ঘটনার জন্য তাহলে অনেক আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হওয়া উচিত ছিল।’

আরকেএইচ