ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


গুরুত্বপূর্ণ বৈঠক হঠাৎ বাতিল, রেগে গেলেন কামাল


১৪ অক্টোবর ২০১৮ ০৩:০১

শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৈঠক বসে। ওই বৈঠক শেষে ঘোষণা ছিল ড. কামালের বাসায় আজ শনিবার (১৩ অক্টোবর) বৈঠক হবে। কিন্তু কথা থাকলেও বৈঠকটি আজ (শনিবার) দুপুরে বাতিল করা হয়েছে। এই নিয়ে গত ৪৮ ঘণ্টায় কামাল হোসেনের বাসায় দ্বিতীয়বারের মতো বৈঠক বাতিল করা হলো।

সূত্র বলছে, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু শনিবার দুপুরে ফোন করে নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্নাকে বৈঠক বাতিলের বিষয়টি জানান।

বৈঠক বাতিল হওয়ার বিষয়ে ড. কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজকের বৈঠকটি তিনি বাতিল করেছেন। তবে এর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। অবশ্য ড. কামাল ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তাকে না জানিয়ে বার বার তার বাসায় বৈঠক ডাকায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন।

আজকের বৈঠকটি বাতিল হলেও আগামী বৈঠকটি কবে কোথায় হবে সে বিষয়ে ঐক্য প্রক্রিয়ার পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বৈঠক শেষে মাহামুদুর রহমান মান্না সংবাদমাধ্যমকে জানান, আগামীকাল শনিবার বিকেল ৩টায় ড. কামাল হোসেনের বাড়িতে ঐক্য প্রক্রিয়ার বৈঠক হবে।

এমএ