ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


জরুরি বৈঠকে ড. কামালকে যা বলল যুক্তরাষ্ট্র


১৪ অক্টোবর ২০১৮ ০১:০৩

ফাইল ছবি

শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৈঠক বসে। জরুরি এ বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি, যুক্তফ্রন্টের তিন দল ও গণফোরামের নেতারা।জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টের দুই শীর্ষ নেতা অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী এবং ড. কামাল হোসেনরা বৈঠকে ছিলেন না। তবে সবাইকে অবাক করে দিয়ে বৈঠকে উপস্থিত হয়েছিলেন অধ্যাপক বি. চৌধুরীর ছেলে ও বিকল্প ধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী।

তবে, ঐক্য প্রক্রিয়ার বৈঠকে অনুপস্থিত থাকলেও ড. কামাল হোসেনের সঙ্গে সন্ধ্যায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক সূত্র। এ বৈঠকে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা ড. কামাল হোসেনকে ঐক্যের ব্যাপারে ‘ধীরে চলো’ নীতি অনুসরণ করার পরামর্শ দিয়েছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, পাকিস্তানের জঙ্গি সংগঠন ‘হিজবুল মুজাহিদিন’ এবং বাংলাদেশের জঙ্গি সংগঠন ‘হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের’ (হুজি) সঙ্গে তারেক জিয়া ও বিএনপির সম্পৃক্ততার বিষয়ে মার্কিন দূতাবাস নিশ্চিত হতে চায়। গত ১০ অক্টোবর ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে হামলার সঙ্গে এই জঙ্গি সংগঠন দুটির সংশ্লিষ্টতার কথা আলোচনায় এসেছে। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকায় এই সংঠনগুলো সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকা ভুক্ত। এ কারণে হিজবুল মুজাহিদীন ও হুজির সঙ্গে বিএনপি ও এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সম্পৃক্ততার বিষয়ে স্পর্শকাতর দেশটি।

মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী এই সংগঠন দুটির সঙ্গে বিএনপি ও তারেকের সম্পৃক্ততা থাকলে তাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তাই বিএনপির সঙ্গে ঐক্যের ব্যাপারে ড. কামাল হোসেনকে ধীরে চলো নীতি গ্রহণ করতে বলেছে মার্কিন দূতাবাস। বিএনপির সঙ্গে ঐক্য হলেও ধীর গতিতে কর্মসূচি নিয়ে যেন এগোনো হয় সে ব্যাপারে ড. কামাল হোসেনকে পরামর্শ দিয়েছেন মার্কিন কূটনীতিকরা।

এমএ