ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


নেত্রকোনায় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


১৩ অক্টোবর ২০১৮ ২৩:০২

শুক্রবার (১২ অক্টোবর) নেত্রকোনা জেলা শ্রমিকলীগের উদ্যোগে পালিত হয়েছে শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক আলোচনা সভা ও মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি সারাশহর প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তব্য জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন খান খসরু, যুগ্ম সম্পাদক নুর খান মিঠুসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা। এতে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগের সভাপতি আশরাফ উদ্দিন সরকার সঞ্চালনায় ছিলেন রহমত উল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোনা বিদ্যুত শ্রমিক সিবিএ সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম রিপন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

এমএ