ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


এ ঐক্যে জনগণ নাই


১৩ অক্টোবর ২০১৮ ০৮:০০

বিএনপিকে নিয়ে একটি ঐক্যজোট হচ্ছে। এটা জাতীয় ঐক্য না, এটা নেতায় নেতায় ঐক্য। এদের জনভিত্তি নেই, ভোটও নেই। জনগণের জন্য এই ঐক্য নয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জে এক প্রচার সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

কামরুল বলেন, ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে মূলত এর উদ্যোক্তারা চাচ্ছেন বিএনপি-জামাতকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে। এ ঐক্যে জনগণের সমর্থন নেই।

খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি জঙ্গিগোষ্ঠীর মদদদাতা। তারা রাষ্ট্রকে লুটেপুটে খেতে চাচ্ছে। আর এ কারণেই এই ঐক্যজোট গঠন করেছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ এখন সমৃদ্ধ। কারো কাছে এখন আর হাত পাততে হয় না। শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। আর এই উন্নয়ন ধরে রাখতে চাইলে আওয়ামী লীগের বিকল্প নেই।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দেশের মানুষের কতটুকু ভাগ্যোন্নয়ন হয়েছে তার ওপর নির্ভর করেই দেশের জনগণ ফের আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনবে। দেশ আজ উন্নয়নের রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার আমলে সবচেয়ে বড় পাওনা হচ্ছে নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ। তার হাত ধরেই সমুদ্র সীমায় বিজয় এসেছে। তার হাত দিয়ে আজ দেশে দারিদ্রতার হার নিম্ন পর্যায়ে এসেছে।

শেখ হাসিনার আমলেই শ্রমীকদের মুজুরি বৃদ্ধি,দেশের রপ্তানি আয় বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, কর্মসংস্থাপন বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি করা হয়েছে। শেখ হাসিনার হাত ধরেই আজ দেশের শিক্ষাব্যবস্থায় এসেছে ব্যাপক পরিবর্তন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে। বছরের প্রথম দিনে ৩৬ কোটি নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা বিশ্বেও একজন নন্দিত নেত্রী। বিশ্বের পাঁচজন সৎ নেত্রীর মধ্যে তিনি দ্বিতীয়। বিশ্বের সেরা ১০ রাষ্ট্রনায়কের মধ্যে তার অবস্থান, যোগ করেন তিনি।

সভায় আরো বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগ নেতা সাহাবুদ্দিন সাহা, ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আজম খান বারকু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক, যুবলীগ কেন্দ্রীয় সদস্য ইউসুফ আলী চৌধুরী সেলিম।

এসএ