রায়ের প্রতিবাদে বিএনপির ৭ দিনের কর্মসূচি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফরমায়েশি রায়ের প্রতিবাদে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছেন।
বুধবার (১০ অক্টোবর) তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচিগুলো হলো-
আগামীকাল ১১ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার ঢাকা মহানগরীসহ দেশব্যাপী সকল মহানগর, জেলা ও উপজেলা/থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
আগামী ১৩ অক্টোবর শনিবার-জাতীয়তাবাদী ছাত্রদল, ১৪ অক্টোবর রোববার-যুবদল এবং ১৫ অক্টোবর সোমবার স্বেচ্ছাসেবক দল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
বিএনপি’র উদ্যোগে ১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার ঢাকা মহানগরীসহ দেশব্যাপী জেলা ও মহানগরে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।
১৭ অক্টোবর বুধবার দেশব্যাপী জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধন এবং ১৮ অক্টোবর বৃহস্পতিবার দেশব্যাপী শ্রমিক দলের মানববন্ধন অনুষ্ঠিত হবে।
এসএমএন