ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


আ.লীগ নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ


১০ অক্টোবর ২০১৮ ০৭:৪৬

ফাইল ছবি

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলার রায় হচ্ছে ১৪ পর আগামীকাল বুধবার (১০ অক্টোবর)। ঐতিহাসিক এ রায়কে কেন্দ্র করে সারা দেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন।

এর আগে, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারা দেশের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন। বিষয়টি বিভিন্ন মাধ্যমে নিশ্চিত করেছে দলটির একটি সূত্র।

জানা গেছে, এই রায়কে কেন্দ্র করে সারা দেশে বিএনপি-জামায়াত নাশকতা চালাতে পারে বলে আশঙ্কা করছেন ক্ষমতাসীন নেতাকর্মীরা। নাশকতার আশঙ্কা থেকেই দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের এক সূত্র জানায়, ‘আগামীকাল ১০ অক্টোবর ২১ আগস্ট গ্রেনেড মামলার রায়। এই রায়কে কেন্দ্র করে সারাদেশে বিএনপি-জামায়াত যেন নাশকতা চালাতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো যাচ্ছে।’

রায় সম্পর্কে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি বলেন, ‘কোথাও যেন কেউ সহিংসতা করতে না পারে এ জন্য সারাদেশের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। রায় কী হবে সেটাতো আমরা জানি না, তবে আমরা আশা করি, রায় রাষ্ট্রের পক্ষে যাবে।’

সতর্ক থাকার বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, ‘কেন্দ্র থেকে আমাদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। আমরা সতর্ক আছি। জনগণের জানমালের নিরাপত্তা দিতে আমরা সতর্ক থাকব। কোনো ধরনের সহিংসতা হলে জনগণকে নিয়ে তা মোকাবেলা করবো।’

এ প্রসঙ্গে রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি শফিউর রহমান শফি বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা দেশের রাজনৈতিক ইতিহাসের একটি বড় হত্যাকাণ্ড। এ ঘটনায় দেশের অন্যতম একটি বড় রাজনৈতিক শক্তি জড়িত, রায় হলে তাদের সাজা হতে পারে এটা নিশ্চিত। রায়কে ঘিরে দলটির নেতাকর্মীরা সহিংসতা করবেন এমন আশঙ্কা থেকেই যায়। এ কারণে আগামীকাল আমাদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। আমরা সতর্ক আছি।’

এমএ