ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


বাম ঐক্য ফ্রন্টের আত্মপ্রকাশ


১০ অক্টোবর ২০১৮ ০১:৩৭

চার‌টি বাম সংগঠন মি‌লিত হ‌য়ে বাম ঐক্য ফ্রন্ট না‌মের নতুন রাজ‌নৈ‌তিক জো‌টের আত্মপ্রকাশ ক‌রে‌ছে। জো‌টের সমন্বয়ক হিসা‌বে দা‌য়িত্ব পালন কর‌বেন গণমু‌ক্তি ইউনিয়নের আহবায়ক কম‌রেট না‌সির উদ্দিন আহ‌মেদ নাসু। মঙ্গলবার (৯ অ‌ক্টোবর) জাতীয় প্রেসক্লাবের হল রু‌মে আয়ো‌জিত সংবাদ স‌ম্মেল‌নে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ স‌ম্মেল‌নে জানা‌নো হয়, চারটি দল থে‌কে তিন মা‌সের জন্য প্র‌তি সংগঠন থে‌কে পর্যায়ক্র‌মে একজনকে জো‌টের সমন্বয়ক করা হ‌বে।

বক্তারা ব‌লেন, ‌দে‌শে বর্তমান রাজ‌নৈ‌তিক সংকট থে‌কে উত্তর‌ণের জন্য আমা‌দের এই বাম ঐক্য ফ্রন্ট গঠন করা। দে‌শে গণতন্ত্র ফি‌রি‌য়ে আনার জন্য যা যা করার দরকার আমরা তাই কর‌বো।

এ সময় তারা পরবর্তী কর্মসূ‌চি ঘোষণা ক‌রে ব‌লেন, আগা‌মী ১৯ অক্টোবর বিপ্লবী তত্ত্বাবধায়ক সরকার প্রস‌ঙ্গে সে‌মিনার করা হ‌বে এবং ৯ ন‌ভেম্বর জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে সমা‌বেশ করা হ‌বে এছাড়াও বি‌ভিন্ন জেলা-উপ‌জেলা ও বিভাগীয় শহ‌রে কর্মীসভা, পথসভা, ও জনসভা করা হ‌বে।

সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন, বাসদ নেতা কম‌রেট শওকত আহ‌মেদ, গণমু‌ক্তি ইউনিয়নের নেতা রাজা মিয়া, আনোয়ার সা‌য়েদ , ম‌হিউদ্দিন প্রমুখ।

আইএমটি