ইউনাইটেড ছেড়ে ষড়যন্ত্র নিয়ে বঙ্গবন্ধুতে খালেদা

দুর্নীতি মামলার সাজা প্রাপ্ত আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ইউনাইটেডের দাবি ছেড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হলেন। কী ষড়যন্ত্র করার জন্য? সে ব্যাপারে দেশবাসি ও সংগঠনের নেতাকর্মীদের সর্তক থাকতে হবে বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।
রোববার (৭ অক্টোবর) বিকালে রাজধানীর এজিবি কলোনীর ঈদগাহ মাঠে নগর যুবলীগের আলোচনা সভা ও গণসংযোগে এ মন্তব্য করেন তিনি।
যুবলীগ চেয়ারম্যান বলেন, খালেদা জিয়া আগে ইউনাইটেড হাসপাতাল ছাড়া অন্য কোন হাসপাতালে চিকিৎসা নিতে রাজি হননি। এবার তিনি বঙ্গবন্ধু মেডিকেলে এসেছেন গভীর ষড়যন্ত্র নিয়ে।
তিনি বলেন, বর্তমান সরকারের সময় দেশের মানুষ নিরাপদ ও শান্তিতে বসবাস করছে। অথচ বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপি-জামায়াত একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তাদের দেশবিরোধী সকল ষড়যন্ত্র পণ্ড হয়ে গেছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগামী দুই বছরের মধ্যে বিশ্বের শীর্ষ দশের মধ্যে থাকবে। আইনশৃঙ্খলা ভালো আছে বলেই দেশে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে আছে।
এসময় উপস্থিত ছিলেন, নগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সাধারণ সম্পাদক মো: হারুনুর রশিদ, নগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, নুর উর নবী শাওন প্রমুখ।
এসএ