আওয়ামী লীগের গণসংযোগ কর্মসূচি শেষ হচ্ছে আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়ন ও অর্জন জনগণের সামনে তুলে ধরতে ও সচেতন করতে নেওয়া আওয়ামী লীগের সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি শেষ হচ্ছে আজ।
রোববার (৭ অক্টোবর) বিকাল ৪ টায় রাজধানীর উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আমির কমপ্লেক্স এলাকায় অনুষ্ঠিত গণসংযোগ কর্মসূচীর মধ্য দিয়ে এ কর্মসূচী শেষ হচ্ছে।
শেষ দিনের এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দলের ৪ যুগ্ম-সাধারণ সম্পাদকের নেতৃত্বে ৪ টি টিম গঠন করে রাজধানীর ৩টি করে ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচি পরিচালনা করে। ১ অক্টোবর থেকে আওয়ামী লীগের গণসংযোগ কর্মসূচীর অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের নেতৃবৃন্দ যোগাযোগ, প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন, পদ্মাসেতু নির্মাণ, রূপপুর পারমাণবিক প্রকল্প, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রেরণ, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প, পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণ, সমুদ্র সীমানা জয়, ভারতের সঙ্গে সীমান্ত চুক্তি স্বাক্ষরসহ সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন।
নেতারা এসব সমাবেশে গত দশ বছরে বিএনপি বিভিন্ন ব্যার্থতার কথা তুলে ধরেন। তারা সাধারণ মানুষের মন জয় করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দেন। জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিরাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন বলে দলীয় সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তের কথা জানান।
এ কর্মসূচি চলাকালে কেন্দ্রীয় নেতারা রাজধানীর বিভিন্ন বাণিজ্য বিতান ও কাঁচা-বাজারে সাধারণ মানুষের কাছে দলীয় লিফলেট বিতরণ করেন।
এসএমএন