ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


বিএনপি খালেদার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে: কাদের


৬ অক্টোবর ২০১৮ ০২:৪২

‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ই (বিএসএমএমইউ) বিএনপি নেত্রী খালেদার জিয়ার চিকিৎসার জন্য উপযুক্ত জায়গা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার শারীরিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করেনি। বিএনপি নিজেরাই বিষয়টি নিয়ে রাজনীতি করছে।’

শুক্রবার (০৫ অক্টোবর) সকালে রাজধানীর গাবতলী বাস স্টেশন এলাকায় আওয়ামী লীগের গণসংযোগে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘আজ শুক্রবার আযান ও নামাজের সময় সমাবেশ করলে মানুষ বিরক্ত হব। ফলে ভোট বাড়াতে গিয়ে ভোট কমে যাবে। নামাজ ও আজানের সময় খেয়াল করবেন। রাস্তা বন্ধ করে সমাবেশ করবেন না। প্রচার পত্র বিলি করতে গিয়ে নেতাকর্মীদের বাড়াবাড়িতে ছোট-ঘাট দোকান নষ্ট হলে যে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। শেখ হাসিনার আমলে যে উন্নয়ন হয়েছে তা মানুষ ১০০ বছর দেখেনি।’

এ সময় আগত নেতাকর্মীরা ‘শেখ হাসিনার সরকার, বার বার দরকার’ শ্লোগান তুললে সেতুমন্ত্রী বলেন, ‘আমি বার বার চাইনা। মাত্র আরেক বার দরকার। উন্নয়নের ধরে রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। এ সময় বিএনপি ক্ষমতা আসলে দুর্নীতি করে হাওয়া ভবন বানাবেন বলে মন্তব্য করেন কাদের। গণসংযোগে ইলেকশন কমিশনের বিষয় কাদের বলেন, ‘ইসি যদি গনপ্রতিনিধি অধ্যাদেশ প্রক্রিয়া করে সংসদে পাঠায় সংসদ তা সংশোদন করবে।’

তিনি জানান, ‘জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকার সীমিত আকারে ইভিএম ব্যবহার করতে চায়। নির্বাচনী গণসংযোগে প্রচারপত্র বিলি করতে গিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘জনগণকে খুশি রাখতে হবে। এটার দিকে দৃষ্টি রাখতে হবে।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি আসলামুল হকের সভাপতিত্বে গণসংযোগে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম প্রমুখ।

আইএমটি