কুমিল্লায় যুবদলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমিল্লায় ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লা যুবদল এই অনুষ্ঠানের আয়োজন করে ।
অনুষ্ঠানের শুরুতে বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাজ্বী আনোয়ারুল হক, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা সদর দক্ষিন উপজেলা যুবদলের সভাপতি খলিলুর রহমান মজুমদার নেতৃত্ব দেন । এ সময় অংশ নেন কুমিল্লা জেলা, মহানগর ও সদর দক্ষিন উপজেলা যুবদল ।
বিকাল ২টায় কুমিল্লা ভিক্টোরিয়া উচ্চ মাঢ্যমিক কলেজ থেকে মিছিলটি বের হয়ে বিএনপির পার্টি অফিসের সামনে দিয়ে লিবার্টি মোড় হয়ে শহর প্রদক্ষিণ করে পূবালী চত্বরে শেষ হয় । এর আগে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীরা খণ্ড খণ্ড র্যালি নিয়ে একত্রিত হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। তিনি সন্ত্রাসের রাজনীতি বন্ধ করে নিরপেক্ষ সরকারের হাতে অনতিবিলম্বে নির্বাচন দেয়ার দাবি জানান।
আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার মাটি ও মানুষের নেতা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিন।
অন্যদের মধ্য উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, জেলা বিএনপি নেতা রেজাউল কাইয়ূম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান বিপ্লব, কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারি আবু, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সদর দক্ষিণ থানার যুবদলের প্রচার সম্পাদক মোঃ কামরুল হাসান রনি, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি রিয়াজ, ছাত্রনেতা প্রিমু, ছাত্রনেতা নাছির উদ্দিন চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ।