ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


ঐক্যে থাকবে না জামায়াত: ডা. জাফরুল্লাহ


৩০ সেপ্টেম্বর ২০১৮ ২০:৪১

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী

সারাদেশে লেগেছে জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। এরইমধ্যে গড়ে উঠছে বিভিন্ন জোট-ঐক্য। সম্প্রতি আলোচনায় বিষয় হয়ে ওঠেছে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও বিকল্প ধারার সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে ‘বৃহত্তর জাতীয় ঐক্য’ নামে গড়ে ওঠা জোট কে কেন্দ্র করে। সেই জোটের বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকেও।

ঐক্য, আন্দোলন, ভবিষ্যৎ পরিকল্পনা-ভাবনাসহ নানা বিষয়ে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন মতামত তুলে ধরেছেন কথা বলেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশে একটা সুন্দর নির্বাচন করা দরকার। নাগরিকরা যেন যার ভোট সে দিতে পারে। জনগন একটা পরিবর্তন চাই। সেই সাথে কৃষক-গার্মেন্টে শ্রমিকরা যেন মতার ভিত্তিতে সুফল পায় সে দিকে খেয়াল রাখা।

বৃহত্তর জাতীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, আমরা জোটে যাব কিন্তু, জামায়াত ছাড়া। সেই সাথে জোটের পক্ষ থেকে ৯ দফা দেওয়া হয়েছে। বিএনপি সেটা মেনেও নিয়েছে। সেটা নিয়ে আরো আলোচনার পথ রয়েছে বলে মন্তব্য করেছের জোটের প্রভারশালী এই নেতা।

জামায়াতের বিষয়ে পরিষ্কার করে ডা. জাফরুল্লাহ জানান, কোন অবস্থাতে জামায়াকে জোটে নেওয়া হবে না। তারাতো দলগতভাবেই নেই। তাদের মার্কাও নেই। বিএনপিও জামায়াতকে আনেনি।

রোববারের বিএনপির জনসভায় দাওয়াত পাইনি বলে জানান তিনি।


এসএমএন