ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


কাল নয়াপল্টনে সমাবেশের অনুমতি পেল বিএনপি


৮ ফেব্রুয়ারি ২০২০ ০০:০৭

আগামীকাল রাজধানীতে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। এতথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ডিএমপি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের এই অনুমতি প্রদান করে বলে তিনি জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তিতে দলটিকে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। বৃহস্পতিবার সকালে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী অ্যানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের সঙ্গে দেখা করেন।


প্রসঙ্গত, খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে আজ শুক্রবার সারা দেশে খালেদা জিয়ার রোগ ও কারামুক্তি চেয়ে মসজিদে মসজিদে দোয়া এবং শনিবার রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ। পাশাপাশি সারাদেশের জেলা সদরে জনসভার আয়োজন করা হয়েছে।

নতুনসময়/আইকে