ঢাকা শুক্রবার, ৩১শে অক্টোবর ২০২৫, ১৬ই কার্তিক ১৪৩২


বাংলামোটর পুলিশ বক্সে আগুন


৪ আগস্ট ২০২৪ ১৩:৩৪

ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবিতে সমর্থন জানিয়ে সমন্বয়কদের ডাকা অসহযোগ আন্দোলনে রাজধানীর বাংলামোটর মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। 

 

রোববার দুপুর সোয়া ১২ টার দিকে শাহবাগ থেকে বাংলামোটরের দিকে আসে আন্দোলনকারীদের একটি অংশ। এ সময় পথে পরীবাগ মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়কে অগ্নিসংযোগ করে বাংলামোটর পৌঁছে। এরপর তারা রূপায়ন টাওয়ারের সামনের ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয়।

 

এই রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা বাংলামোটর মোড় অবরোধ করে আছেন। আগুন জলছে পুলিশ বক্সে। এ সময় সব শিক্ষার্থীদের বেশ উত্তেজিত দেখা যায়।