আইজিপি পদক পেলেন গাইবান্ধা সদর থানার এসআই নওশাদ আলী
 
                                গাইবান্ধা সদর থানার এসআই নওশাদ আলী কে বিভিন্ন জটিল মামলা এবং সর্বোচ্চ আসামি ধরায় মাননীয় আইজিপি মহোদ্বয় ৮/১/২০২০ তারিখ রাজারবাগ পুলিশ লাইন মাঠে আইজিপি গুড সার্ভিস ব্যাজ পরিয়ে দেন।
ভালো কাজের স্বীকৃতিতে মনোনিত করায় আইজিপি,ডিআইজি রংপুর, পুলিশ সুপার গাইবান্ধা,এডিশনাল পুলিশ সুপার গাইবান্ধা সহ জেলার সকল অফিসার ইনচার্জ,এসআই, এএসআই ও পুলিশ কনষ্টেবল সহকর্মী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এস আই নওশাদ আলী।এছাড়াও তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ভালো কাজে যারা আমাকে উৎসাহ দিয়েছেন,সহযোগিতা করেছেন তাদের প্রতি চির কৃতজ্ঞতার সহিত আবদ্ধ থাকলাম। তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘআয়ূ কামনা করে সঠিকভাবে দায়িত্বপালন ও সকলের জন্য দোয়া কামনা করেন।

 
                 
                                                     
                                                     
                                                     
                                                    -2019-12-03-16-44-00.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            